ঢাকা প্রতিনিধি :- মুক্তিযুদ্ধ নিয়ে নিরপেক্ষতা দেখানোর কোনো সুযোগ নেই। এটা যারা করছে তারা সুকৌশলে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এদের এখনি প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেনআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘যুদ্ধাপরাধের বিচার ও গণমাধ্যমের দায়বদ্ধতা’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, নিরপেক্ষতার কথা বলে যারা সুকৌশলে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এদের এখনি প্রতিহত করা দরকার। তিনি বলেন, গণমাধ্যমকে বিশেষ করে সম্প্রচার মাধ্যমকে কেবল প্রতিষ্ঠানের টিআরপি বাড়ানোর জন্য নিরপেক্ষতা দেখাতে ওদের মতের কাউকে নিয়ে আসাটা গ্রহণযোগ্য নয়।
তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধীদের সাজা কার্যকরের পর তাদের দাফন, জানাজা নিয়ে বড় পরিসরে সংবাদ প্রচার করা হচ্ছে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ভুল বার্তা যেতে পারে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান। এতে বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, আইনজীবী শ ম রেজাউল করিম, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাউন্ডিংয়ের এম এ হাসান, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, ইশতিয়াক রেজা, অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ|