আন্তর্জাতিক ডেস্ক : কুর্দি ‘সন্ত্রাসী সংগঠন’ ওয়াইপিজেকে যারাই সহায়তা করবে, তারাই তুরস্কের ‘টার্গেটে’ পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ। তুর্কি কর্তৃপক্ষের এই ঘোষণায় সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠীটিকে সহায়তাদানকারী যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সিরিয়ার আফরিনের পর কুর্দি-নিয়ন্ত্রিত মানবিজ অঞ্চলে অভিযানের হুমকি দেয় তুরস্ক। এর প্রতিক্রিয়ায় ওই অভিযান না করতে সতর্কতা দেয় যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পরই বৃহস্পতিবার পাল্টা হুমকি দিলো তুর্কি প্রশাসন। আফরিন থেকে ১০০ কিলোমিটার পূর্বে মানবিজ অঞ্চলে বর্তমানে দুই হাজার মার্কিন সেনা রয়েছে। ওয়াইপিজের সঙ্গে মিলে তারা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছে।
তুর্কি টেলিভিশন অ্যা হাবারের সঙ্গে সাক্ষাৎকারে বোজদাগ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে চায়- যা তুরস্ক ও যুক্তরাষ্ট্র কেউই চায় না- তাহলে উপায় স্পষ্ট, তাদের অবশ্যই সন্ত্রাসীদের সহায়তা দেয়া বন্ধ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘যারা সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা দিচ্ছে, তারা হামলার লক্ষ্যে পরিণত হবে। তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে চাইলে নিজের সৈন্য ও সন্ত্রাসীদের দেয়া উপকরণের ব্যাপারে পুনর্বিবেচনা করতে হবে যুক্তরাষ্ট্রকে।’
বুধবার মানবিজে মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো হামলা থেকে আত্মরক্ষা করার অধিকার আছে তাদের সেনাদের। তাদের মুখপাত্র কর্নেল রায়ান ডিলন বলেন, ‘ওই এলাকায় যে যৌথ বাহিনী রয়েছে, তাদের নিজস্ব অধিকার আছে আত্মরাক্ষার এবং এজন্য যা দরকার, তা তারা করবে।’