‘টেলিভিশন খুললে নাটক নামে যে জিনিসগুলো প্রচারিত হয় তা দেখে আমার কষ্টে বুক ভেঙে যায়। আসলে আমি দেখতে পারি না, সহ্যও করতে পারি না।’ কথাগুলো বলেছেন অভিনয়শিল্পী বিপাশা হায়াত।
‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগানে পাঁচ দফা দাবি নিয়ে দেশের নাট্যনির্মাতা ও অভিনয়শিল্পীরা আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। অভিনয়শিল্পী সংঘসহ ১৩টি সংগঠন মিলে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) আয়োজিত এই মহাসমাবেশ দেশের স্বনামধন্য শিল্পীরাসহ তরুণশিল্পীরাও যোগ দেন। মহাসমাবেশে অন্য গুণী শিল্পীদের পাশাপাশি বিপাশা হায়াতও বক্তব্য দেন।
টেলিভিশন মিডিয়া নিয়ে বিপাশা হায়াত বলেন, ‘একটি দেশের মানুষের মনন ও রুচি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেলিভিশন মিডিয়া। কিন্তু সেই টেলিভিশনে কী ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে, সেটার মান নিয়ন্ত্রণ কে করবে, কে বানাবে, কে অভিনয় করবে- সেগুলো ঠিক করার যোগ্যতা আজকাল টেলিভিশন চ্যানেলগুলোর নেই। ’
কিছু চ্যানেলের প্রশংসা করে বিপাশা হায়াত আরো বলেন, ‘কিছু কিছু চ্যানেলে অবশ্য ভালো নাটক প্রচারিত হচ্ছে। শিল্পীদের গুরুত্বও দিচ্ছে। কিন্তু সেটা অনেক নগণ্য।’
ক্ষোভ নিয়ে বিপাশা হায়াত বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, এ দেশে নাট্যকারের দরকার নেই, এ দেশে নির্মাতার প্রয়োজন নেই, এ দেশে শিল্পীর দরকার নেই। আমার ঘর যদি অরক্ষিত থাকে তাহলে অবশ্যই আমার ঘরে এসে চোর ঢুকবে। সুতরাং ঘরকে নিরাপদ রাখা আমার প্রথম দায়িত্ব। টেলিভিশনগুলোর ইন্টারভিউর চেয়ারে এখন অনেক অপরিচিত মুখ বসেন যেখানে হয়তো আগে বসেছেন আবুল হায়াত, আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দ হাসান ইমাম প্রমুখ। এখন যে কেউ নির্মাতাকে বলে অভিনেতা হয়ে যাচ্ছেন। যদি চ্যানেলগুলো শিল্পী ও শিল্পমানের মূল্যায়ন না করে, তাদের যদি দেশের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, সততা না থাকে তাহলে দেশ কেন, তারা নিজেকেও বিক্রি করে দিতে পারে।’