আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার কাশ্মীরের শ্রীনগর শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা জেলার জিরহামা ও হান্দওয়ারা এলাকায় ভারতীয় সেনা ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আলাদা দুটি ‘বন্দুকযুদ্ধে’ এক সেনা সদস্যসহ দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে হান্দওয়ার এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হয় দুই সন্ত্রাসী।
অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, জিরহামা গ্রামের মঙ্গলবার সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক সেনা সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
আহত সেনা সদস্যদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। জিরহামা গ্রামে দুই থেকে তিন জঙ্গি অবস্থান করছিল বলে প্রতিরক্ষা ও পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন।