
এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে গত ২৪শে আগস্ট অনুষ্ঠিত হলো দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখা কেন্দ্রের ‘ ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’-এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষায় এবং ক্বিরাত, নাশিদ, আযান ও তাজবীদ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরণীর সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এবারের জামাতে খামিছের লন্ডন ও বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় এই শাখার ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছে।
কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর সঞ্চালনায় এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ এবং কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সুরা জামাতের শিক্ষার্থী হোসেইন আলী এবং নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী শানা।

এবারের দারুল ক্বিরাত কোর্সে শিক্ষক হিসেবে এক মাস ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন প্রধান ক্বারী ও নাজিম মাওলানা মুহাম্মদ আব্দুল মুক্তাদির, হাফিজ মাওলানা ফারুক আহমদ, সহকারী নাজিম মাওলানা আসাদুল ইসলাম, ক্বারী মোজাম্মেল আলী, ক্বারী মাও: জুবায়ের আহমদ মিনহাজ, ক্বারী মো. কামরুল ইসলাম বাবু, হাফিজ ক্বারী জালাল উদ্দিন, হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম, মাওলানা তাওহিদুল হক এবং ক্বারী রাশেদ আহমদ।
অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া, সেক্রেটারি হারুন তালুকদার, দারুল ক্বিরাত কার্ডিফ শাখার ভাইস চেয়ারম্যান আকিল আহমেদ, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ মোঃ তসলিম আলী, জালালিয়া মসজিদের ট্রাস্টি সৈয়দ শামসুল হক রানু, আব্দুল শাহিন, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান, কয়েস খান, মুসলিম আলী, জহির আলী, জিম্মি খান, আবু সালেহ চৌধুরী মুহি, আলহাজ্ব আব্দুল হামিদ এবং জুনেদ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আশরাফুর রহমান বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন তারতিল সহকারে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। বিশুদ্ধ তাজবিদসহ কুরআন শিক্ষা বিস্তারে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক অনন্য ভূমিকা রাখছে।”
মাওলানা এনামুল হক বলেন, “কুরআন শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হবে আলোকিত ও শান্তির।”
মাওলানা আব্দুল মুক্তাদির কার্ডিফ দারুল ক্বিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক, দাতা সদস্য এবং কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করেন।
হাফিজ মাওলানা ফারুক আহমদ দারুল ক্বিরাতকে বিশুদ্ধ কুরআন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন যে এটি শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে ইসলামের সঠিক আকিদা ও সংস্কৃতি প্রসারে কাজ করে চলেছে।

মোহাম্মদ মকিস মনসুর বলেন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যা শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেছিলেন।
মিলাদ, দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি হয়।













 কুয়েতে সপ্তাহান্তে গরম দিন, রাতে আরামদায়ক ঠান্ডা আবহাওয়া
 কুয়েতে সপ্তাহান্তে গরম দিন, রাতে আরামদায়ক ঠান্ডা আবহাওয়া বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ
 বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ কুয়েতে ক্রীড়া সংগঠক সুহেল রানার মায়ের ইন্তেকাল: প্রবাসীদের মাঝে শোকের ছায়া!
 কুয়েতে ক্রীড়া সংগঠক সুহেল রানার মায়ের ইন্তেকাল: প্রবাসীদের মাঝে শোকের ছায়া! কুয়েত ভিসা বদল: প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের শর্তাবলী
 কুয়েত ভিসা বদল: প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের শর্তাবলী সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা
 সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা কুয়েতের ট্র্যাফিক সমস্যার সমাধান: ‘প্যারিসের পাতাল রেল দেখুন’ মন্ত্রীদের প্রতি কলাম লেখকের আহ্বান  
 কুয়েতের ট্র্যাফিক সমস্যার সমাধান: ‘প্যারিসের পাতাল রেল দেখুন’ মন্ত্রীদের প্রতি কলাম লেখকের আহ্বান   তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩
 তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩ এএফসি চ্যালেঞ্জ লীগের মিশনে কুয়েতে বসুন্ধরা কিংস, প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ
 এএফসি চ্যালেঞ্জ লীগের মিশনে কুয়েতে বসুন্ধরা কিংস, প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ কুয়েতে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা- অগ্রদৃষ্টি
 কুয়েতে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা- অগ্রদৃষ্টি কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ,হাওর রক্ষায় কৃষক আন্দোলন, দুর্ভিক্ষের শঙ্কা
 কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ,হাওর রক্ষায় কৃষক আন্দোলন, দুর্ভিক্ষের শঙ্কা সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি
 সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি কুয়েতে প্রযুক্তিনির্ভর হচ্ছে হাসপাতাল, মানবসম্পদ উন্নয়নে বিশাল বিনিয়োগ
 কুয়েতে প্রযুক্তিনির্ভর হচ্ছে হাসপাতাল, মানবসম্পদ উন্নয়নে বিশাল বিনিয়োগ কুয়েত ইমিগ্রেশনে বড় কেলেঙ্কারি: এন্ট্রি-এক্সিট রেকর্ড জাল করার দায়ে কর্মকর্তা আটক- অগ্রদৃষ্টি
 কুয়েত ইমিগ্রেশনে বড় কেলেঙ্কারি: এন্ট্রি-এক্সিট রেকর্ড জাল করার দায়ে কর্মকর্তা আটক- অগ্রদৃষ্টি কুয়েতে ট্র্যাফিক ও অপরাধ দমনে পুলিশের কড়া অভিযান: রেকর্ড হলো হাজার হাজার আইন লঙ্ঘন
 কুয়েতে ট্র্যাফিক ও অপরাধ দমনে পুলিশের কড়া অভিযান: রেকর্ড হলো হাজার হাজার আইন লঙ্ঘন