
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
বুধবার (৮ জানুয়ারি) বিমানবন্দরে একজন প্রবাসীকে রক্তাক্ত অবস্থায় দেখে গলা জড়িয়ে ধরে কাঁদছিলেন একজন মহিলা। সেসময় বিমানবন্দরে কর্তব্যরত কর্মীরা ছাড়াও অনেকে ছিলেন সেখানে।
রক্তাক্ত ওই প্রবাসীর অভিযোগ বিমানবন্দরে কর্মরত কয়েকজন মিলে তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে।
এদিকে উক্ত ঘটনার কথা শুনে বাংলাদেশ প্রবাসী স্বজন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুরাদুল হক চৌধুরী এর তীব্র নিন্দা জানিয়েছেন।


বিশিষ্ট এই সংগঠক বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া চরম অপরাধ।
তিনি বলেন,”ধরেই নিলাম যেকোনো কারণে ওই প্রবাসী দোষী বা অপরাধ করেছে”, কিন্তু দেশে তো আইন আছে।
আইনের উর্ধ্বে কেউই নয়, এমনকি সে যত বড় প্রভাবশালী লোকই হোক না কেন। তাহলে ওরা আইন নিজের হাতে তুলে নিলো কেন? ওরা কারা? কী তাদের পরিচয়?
যারা ওই প্রবাসীকে মেরে রক্তাক্ত করেছে; তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীদের অকৃত্রিম বন্ধু খ্যাত মুরাদুল হক চৌধুরী।
