এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া ও শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ চৌধুরী সুমনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশি হামলায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকালে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নেতাকর্মীরা জানান, জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশ চলার সময়ে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও মডেল থানার ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ সদস্য হঠাৎ কার্যালয়ে ঢুকে লাঠিপেটা শুরু করেন। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের পিটুনিতে কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশের বাধার মুখে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলীয় কার্যালয় থেকে চলে যেতে বাধ্য হন।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সম্পাদক ফারুকউদ্দিন ভূঞা, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদুৎ, যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, সম্পাদক ওসমান মোল্লা বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে নিরাপদে তার গাড়িতে তুলে দেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কোন ধরনের পূর্ব অনুমতি ছাড়াই বিএনপির লোকজন মিছিল মিটিং করছিল। তারা সভা শেষে ভাংচুর করতে পাওে বলে আমরা তথ্য পেয়েছি। তাই পুলিশ মিছিল মিটিং বন্ধ করার জন্য বিএনপির কার্যালয়ে প্রবেশ করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) জানান, বিএনপির নেতাকর্মীরা সভা শেষে ভাংচুর ও নাশকতা করতে পারে, এমন তথ্য থাকায় এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। তাদের কে শান্তিপূর্ণভাবে সে এলাকা থেকে সরিয়ে দেয়া হয়েছে।
খায়রুল কবির খোকন অগ্রদৃষ্টি.কম কে বলেন, দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে জেলা বিএনপি আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক কার্যালয়ে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দিয়ে ন্যক্কারজনক হামলা চালিয়ে সরকার স্বৈরাচারী এরশাদকেও হার মানিয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই