এক অবিকৃত সুন্দরতম জীবনের ইতিহাস।
গভীর মমতায় জড়িয়ে ধরবো তোমায়,
অপার বিষ্ময়ে আবিষ্কার করবে আমায়।
তেড়ে আসবে আমার কবিতার শব্দমালা,
পঁচিশে মার্চের ভয়াবহ কালো রাত্রির মতো
অদ্ভুত স্মৃতিগুলো বিষন্ন হয়ে নাড়বে কড়া।
ভয়ংকর আক্রোশে ফেটে পড়বে তুমি ,
অদৃশ্য খুশির তান্ডবনৃত্য করবো আমি।
হাজারো নিপীড়িতের চোখে অশ্রুধারা
সভ্য সমাজে বাবার কাঁধে পুত্রের লাশ,
প্রতিনিয়তই ঝরে যাচ্ছে হাস্যোজ্জ্বল প্রাণ।