সবকিছু ঠিকঠাক থাকলে এবার বাংলাদেশ সহ ছয় দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরা দেশটিতে ফিরতে পারবেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) কুয়েতের মন্ত্রীসভার বৈঠকে নেয়া সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে যে, উচ্চ ঝুঁকিপূর্ণ বাংলাদেশসহ ছয় দেশ থেকে কুয়েতে ফেরার অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রীসভা।
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, যারা কুয়েত সরকারের অনুমোদিত টিকা যথাক্রমে, ফাইজারের দুটি ডোজ, আস্ট্রাজেনেকা-অক্সফোর্ড এর দুটি ডোজ, মডার্না এর দুটি ডোজ ও জনসন এন্ড জনসন এর একটি ডোজ গ্রহণ করবেন, শুধুমাত্র তারাই কুয়েতের নির্ধারিত নিয়ম মেনে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
এছাড়া যারা সিনোফার্ম, সিনোভ্যাক ও স্পুটনিক এর দুটি ডোজ গ্রহণ করেছেন, তারা কুয়েতে প্রবেশের ক্ষেত্রে দেশটির অনুমোদিত টিকার অন্তত একটি ডোজ নিতে হবে।
এদিকে কুয়েতের বেসামরিক বিমান অধিদপ্তরের মহাপরিচালক ইউসুফ আল-ফাওজান মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির জন্য। মন্ত্রী পরিষদের মহাসচিবের উদ্দেশে লেখা একটি চিঠিতে তিনি বলেন, মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের কারণে এই বিষয়ে জারি করা স্বাস্থ্য প্রয়োজনীয়তা অনুসারে বেশ কয়েকটি দেশ থেকে কুয়েতে সরাসরি বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
সে সব দেশ গুলো হলো যথাক্রমে, ভারত, মিশর, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
তবে ভারত ও মিশরের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
আ হ জুবেদ