
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বর্ধিত সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবটির সাংবাদিক নেতারা বিশেষ করে আসন্ন কাউন্সিল এবং বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া নিয়ে আলোচনা করেন।
নেতারা সভায় উল্লেখ করেন যে, বর্তমান সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের নেতৃত্বে গঠিত কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এ কারণে সংগঠনের পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে কাউন্সিল আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সভাটি সোমবার (২৯ সেপ্টেম্বর) কুয়েতের জিলিব সুয়েখ কিং চিকেন রেস্তোরাঁয় আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
সভায় বিদায়ী সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন তার গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, “সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হতে পারে, তবে সংগঠনের সংবিধান অনুযায়ী সব কিছুই পরিচালনা করা হয়েছে।” তিনি বিশেষ করে প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রচেষ্টার ওপর জোর দেন এবং সাংবাদিকতা করতে গিয়ে কুয়েতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক আ হ জুবেদ তার বক্তব্যে সংগঠন ও সহকর্মীদের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “গণমাধ্যম ও প্রবাসী গণমাধ্যম কর্মীদের অধিকার নিয়ে বিভিন্ন সেমিনারে কথা বলেছি।” তিনি আরও জানান যে, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট খবরের প্রতিই সব সময় অত্যধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, সাংবাদিক আল-আমিন রানা, মোহাম্মদ হেবজু মিয়া, সাদেক রিপন, মহসিন পারভেজ, মো. সেলিম হাওলাদার, জিসান মাহমুদ, জসিম উদ্দিন ভুইয়া, আবু বক্কর সিদ্দিক পাভেল, কাওসার আহমদ বিহন, জাহিদ হোসেন জনি ও এইচ এম এরশাদ।
উপস্থিত সাংবাদিক নেতারা আগামীতে কাউন্সিল আয়োজন এবং সংগঠনে পদপদবী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও একটি সভা করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।