নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখা কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়
কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসুদ করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি আতাউল গনি মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, কুয়েত আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল, যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান পিদদু ও কামরুজ্জামান টিটু, যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দীন বাদল সহ যুবলীগ কুয়েত শাখার নেতাকর্মীরা।
বাংলাদেশ থেকে টেলি কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু।
এছাড়াও কুয়েত আওয়ামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ এ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।