কুয়েত প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশি বংশােদ্ভূত ব্রিটিশ নাগরিক সদ্য প্রয়াত মরহুম ইজাজুর রহমান জুনেল কে উৎসর্গ করে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়ােজন করে বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন , কুয়েত ।
শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । খেলায় ওসমানী স্পাের্টিং ক্লাব বনাম জিলিব স্পাের্টিং ক্লাব অংশ নেয় ।
খেলায় ওসমানী স্পাের্টিং ক্লাব ২০ ওভারে পাঁচ ইউকেট হারিয়ে ২১৩ রান করে এর বিপরিতে জিলিব স্পাের্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় । এতে ওসমানী স্পাের্টিং ক্লাব ৪৪ জয়ী হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শিরােপা অর্জন করেন তৌহিদুল ইসলাম । বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন এর নেতৃবৃন্দ । ক্রিকেট এসােসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মােয়াজ্জেম হােসেন এর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হুমায়ুন আলী সহ অসংখ্য প্রবাসী খেলা উপভােগ করেন ।