
কুয়েতে উপার্জিত ৪ বছরের অর্থ আত্মসাতের অভিযোগে মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক প্রবাসী ছেলে। ২০১৬ সালে কুয়েতে আসার পর থেকে ওই ছেলে তার উপার্জিত অর্থ মায়ের কাছে জমা রাখছিলেন। কিন্তু মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে পারার পর তাদের সম্পর্কে অবনতি ঘটে এবং ছেলে তার অর্থ ফেরত চাইলে মা তা দিতে অস্বীকার করেন।
ভুক্তভোগী ছেলের অভিযোগ, তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর বাবা দেশে অন্য এক নারীকে বিয়ে করেছেন। অন্যদিকে তার মা কুয়েতে এক প্রতিবেশীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। এই বিষয়টি জানতে পারার পর ছেলে মায়ের সঙ্গে তার সম্পর্কের ইতি টানেন। এরপরই তিনি মায়ের কাছে তার উপার্জিত অর্থ ফেরত চান। কিন্তু মা সেই অর্থ দিতে রাজি না হওয়ায় ছেলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে অভিযোগপত্র পাঠান।
ছেলের অভিযোগপত্রে আরও বলা হয়েছে, তাদের তিন ভাইয়ের মধ্যে মা কেবল বড় ভাইকেই গুরুত্ব দিচ্ছেন। ছোট ও মেজ ভাইকে তিনি অবহেলা করছেন।
এদিকে, অভিযোগটি স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছানোর পর এলাকার মুরব্বিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তারা মা-ছেলের মধ্যে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন এবং তারিখও ঠিক করা হয়। কিন্তু সেই সালিশের মাত্র তিন দিন আগে অভিযুক্ত মা কুয়েতে ফিরে আসেন। এতে সালিশি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি এবং বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে।

আ হ জুবেদ (সম্পাদক,অগ্রদৃষ্টি)