
কুয়েত প্রবাসী তরুণ ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী তারমিম আলম পুত্রসন্তানের বাবা হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সিলেট নগরীর একটি হাসপাতালে মিসেস তারমিম এর কোল জুড়ে এসেছে ফুটফুটে পুত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
এদিকে অগ্রদৃষ্টি সম্পাদক, বাংলাটিভির বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক আ হ জুবেদ তারমিম আলম প্রথম পুত্র সন্তানের জনক হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন ও মা এবং নবজাতকের সুস্থ-সুন্দর জীবন কামনা করেছেন।
সিলেট জেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী তারমিম আলম কুয়েতে একজন ক্রীড়া সংগঠক “সিলেট সিক্সার্স কুয়েতের সাধারণ সম্পাদক” জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ক্রীড়া সম্পাদক।
এর পাশাপাশি রেস্টুরেন্ট ও গ্রোসারী ব্যবসার সঙ্গেও জড়িত তিনি।