নবীগঞ্জ থেকে মিজানুর রহমান সুহেল ॥ গতকাল সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলার বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বয়ঃসন্ধিকাল ঠিকাদান ক্যাম্প শুরু হয়। ঐ গ্রামের জনৈকা নবম শ্রেণীর ছাত্রীকে বয়ঃস্বন্ধিকাল ঠিকাদানকালে মাইজগাঁও উপ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী বাউসা গ্রামের শ্যামল চক্রবর্তীর ছেলে সজল চক্রবর্তী যৌন হয়রানী করে। মেয়েটি ঠিকা না নিয়ে বাড়ী গিয়ে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। বিষয়টি মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সজল চক্রবর্তীকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে আটকে রাখে। পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রিট তাজিনা সারোয়ার বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের জেল প্রদান করেন।