
“উত্তেজনা বৃদ্ধির এ পরিণতি শুধুমাত্র অঞ্চলটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে,” বলেছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাৎস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য নতুন একটি যুদ্ধের সূচনা করেছেন বলে মনে করছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
“ট্রাম্প, যিনি শান্তি প্রতিষ্ঠাকারী প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন, যুক্তরাষ্ট্রের জন্য নতুন একটি যুদ্ধের সূচনা করলেন। এই ধরনের সফলতার মাধ্যমে, তিনি নোবেল শান্তি পুরস্কার জিততে পারবেন না,” রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে এমনটাই লিখেছেন সাবেক এ রুশ প্রেসিডেন্ট।
শনিবার যুক্তরাষ্ট্র সময় রাতে ট্রাম্প জানান, তার বাহিনী ইরানের তিনটি প্রধান পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে। তেহরান যদি শান্তিতে রাজি না হয় তাহলে তাদেরকে আরও ধ্বংসাত্মক হামলার মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানে হামলা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা ক্রেমলিনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি এখনও পাওয়া যায়নি।
এদিকে তুরস্তের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যাওয়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার বলেছেন, পুতিনের সঙ্গে কথা বলতে তিনি মস্কো যাচ্ছেন। সোমবারই তার সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
রুশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) নেতা লিওনিদ স্লাৎস্কি বলেছেন, ইরানে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো সামরিক কারণ ছিল না এবং আন্তর্জাতিক আইনে এটি কোনোভাবেই বৈধতা পেতে পারে না।
“উত্তেজনা বৃদ্ধির এ পরিণতি শুধুমাত্র অঞ্চলটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। ওয়াশিংটন তেহরানের প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী বলে বুঝতে পারছে। এ সব কিছু সংঘাতের দুষ্টচক্রকে নতুন পর্যায়ে উন্নীত করেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে,” বলেছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান স্লাৎস্কি।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম