আন্তর্জাতিক ডেস্ক : চীন উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করার মার্কিন অভিযোগ নাকচ করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়াকে চীন তেল সরবরাহ করেছিল বলে দাবি করা হয়েছিল। মার্কিন এ অভিযোগকে নাকচ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, উত্তর কোরিয়ার নিয়ে সম্প্রতি যে সব ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে এমন অভিযোগকে নিশ্চিত করা হয়নি।
এছাড়া, গত আগস্ট থেকে উত্তর কোরিয়ার কোনো জাহাজের চীনের বন্দরে নোঙ্গর করার কোনো রেকর্ড নেই বলেও জানান তিনি। উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করতে যেয়ে চীন হাতে নাতে ধরা পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এ কথা বলেন তিনি।
চীনা মুখপাত্র আরো বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন করে এমন কোনো তৎপরতায় চীনের কোনো নাগরিক বা কোম্পানিকে জড়িত হওয়ার অনুমতি দেয় না বেইজিং। জাতিসংঘের প্রস্তাব সবসময়ই চীন পুরোপুরি বাস্তবায়ন করে বলেও জানান তিনি। তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো লঙ্ঘন ঘটলে তার বিরুদ্ধে চীন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।