চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ ছাতকে পৃথক ৩টি ঘটনায় কমপক্ষে ১০ব্যক্তি আহত হয়েছেন। শনিবার জাউয়াবাজার ইউপি পাইগাঁও, দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শী ও ছাতক পৌরসভার হাসপাতাল রোডে পৃথক ৩টি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শী গ্রামে সকাল প্রায় সাড়ে ৭টায় নিজের পালিত হাঁস বিলে নিয়ে যাবার সময় বাড়ির রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন কটন মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮)। এসময় প্রতিপক্ষ মজমিল আলীসহ তার সহযোগি ৯/১০জন লোক তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় তাকে রক্ষার্থে এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলার শিকার হন মৃত লাল মিয়ার পুত্র রুহুল আমিন (৩০) ও মৃত আশক আলীর পুত্র নূরুল আমিন (৩২)। পূর্ব বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন গুরুতর আহত রুবেল মিয়াকে সিলেট ওসমানীঢ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ঘটনাটি ঘটেছে বিকেল ৩টায় জাউয়াবাজার ইউপির পাইগাঁও গ্রামে। এতে গ্রামের দু’পক্ষের ৫জন লোক আহত হয়েছে। এদেরকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে রাতে ছাতক শহরের হাসপাতাল রোডে বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষে আরো ৫জন আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে ছাতক থানা পুলিশ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।