আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি বন্য হাতির আক্রমণে একজন গ্রামবাসী নিহত ও অপর একজন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
কাউন্টির পাবলিসিটি বিভাগ এক বিবৃতিতে জানায়, জিসুয়াংবান্নার মেঙ্গলা কাউন্টিতে এক নারী তার সবজি ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
হাতিটি গ্রামে ঢুকে তান্ডব চালানোর একপর্যায়ে ওই নারীকে আক্রমণ করে। এতে তিনি মারা যান। হাতির আক্রমণে অপর এক গ্রামবাসী আহত হয় এবং বেশকিছু বাড়িঘরের ক্ষতি হয়। এরপর হাতিটি পালিয়ে যায়।