আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মিসাইল সিস্টেমের ছবি তুলে নিয়ে গেল উত্তর কোরিয়ার ড্রোন। দক্ষিণ কোরিয়ায় ঢুকে এই ছবি তোলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরে সীমান্তের কাছে ভেঙে পড়ে উত্তর কোরিয়ার ওই ড্রোন। সিওলের ডিফেন্স মিনিস্ট্রি এই খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কলকাতা টুয়েন্টিফোর।
দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন থাড মিসাইল সিস্টেমের ছবি তুলে দেশে ফেরার পথে ড্রোনটি ভেঙে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ভেঙে পড়ার আগে থাড ব্যবস্থার অন্তত ১০টি ছবি তুলতে পেরেছে।
দক্ষিণ কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশের একটি পাহাড়ে গত শুক্রবার স্থানীয়রা একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া থেকে পাঠানো ড্রোনটি দেশে ফেরার পথে জ্বালানি ফুরিয়ে আসার কারণে ভেঙে পড়েছে। এরপর এটি পরীক্ষা করে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় ১০টি ছবি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। দেশটির একজন সেনা অফিসার বলেছেন, “ড্রোনটি সিয়োংজু এলাকায় মোতায়েন করা থাড মিসাইল সিস্টেমের ছবি তুলেছে। ”
অগ্রদৃষ্টি.কম // এমএসআই