আ হ জুবেদঃ কুয়েত আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঢাকা ষ্টোরের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি (৭৫) আর নেই।
মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সময় বিকেল ৩টায় কুয়েতের আমিরি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রয়াত জ্যেষ্ঠ এ আওয়ামীলীগ নেতার সহকর্মীরা জানান, অসুস্থ হয়ে শফিউল আলম শফি কুয়েতের স্থানীয় আমিরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ পরিস্থিতিতে মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন যুগ আগে চট্রগ্রাম অঞ্চলের, সন্দ্বীপ থানার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি
জীবন আর জীবিকার তাগিদে উপসাগরীয় দেশ কুয়েতে আসেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুয়েত সিটির মুরাগাবে অবস্থিত ঢাকা ষ্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
পাশাপাশি কুয়েত আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে শফিউল আলমের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তার লাশ দেশে পাঠানো হবে বলে জানান তার প্রবাসী সহকর্মীরা।
এদিকে জ্যেষ্ঠ এ আওয়ামীলীগ নেতার মৃত্যুতে কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।