কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সহকারী উপ-সচিব মেজর-জেনারেল ফারাজ আল-জোউবি ঘোষণা করেছেন যে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ঠামের আল-আলী জননিরাপত্তা পুলিশ থেকে কর্মী মোতায়েনের নির্দেশনা জারি করেছেন।
স্থানীয় আরবি দৈনিক আল-আনবাতে প্রকাশিত এক খবরের উদ্ধৃতি দিয়ে আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
ওই রিপোর্টে বলা হয়, কুয়েতের দশটি বৃহৎ মলে রবিবার থেকে উপরোক্ত নির্দেশনা কার্যকর হবে।
প্রতিটি মল এর প্রবেশদ্বারে পুলিশি নজরদারি থাকবে। দু’টি ভ্যাকসিন পেয়েছেন শুধুমাত্র এমন লোকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
?️আ হ জুবেদ