স্টাফ রিপোর্টারঃ কুয়েত প্রবাসী সিলেটের শাহাদাৎ হুসেন (৩২) গতকাল আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতের নিজ বাসস্থানে মৃত্যুবরণ করেছেন।
গতকাল ১৮ই জানুয়ারী ২০১৭ইং রোজ বুধবার শাহাদাৎ হুসেনের প্রতিদিনকার মতো কর্মস্থলে যাওয়া আর হলোনা। তবে ঠিক’ই চলে গেছেন একটি ঠিকানায়; যেখান থেকে আর ফিরে আসা যায়না।
সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র সহ সভাপতি শাহাদাৎ হুসেন (৩২) নামের এক টগবগে যুবক আকস্মিক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রিয় ভাই, খেলার সাথীর এহেন মর্মান্তিক ও হৃদয়বিদারক বিয়োগের ঘটনায় স্তব্ধ ও বাকরুদ্ধ সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম ও এই ক্রীড়া সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ফয়জুল হক কুটি বলেন, আমরা শোকাহত ও ব্যথিত আমাদের শাহাদত ভাইকে হারিয়ে।
তারা বলেন, আমরা কখনো ভাবতেই পারিনি, এভাবে আমরা হারাবো আমাদের অত্যন্ত প্রিয় সহপাঠী , খেলার সাথী ও প্রিয় ভাইকে।
এদিকে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র সকল খেলোয়াড়বৃন্দ, কুয়েতে সিলেটী কমিউনিটির নেত্রবৃন্দরা সহ কুয়েতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক , সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতে বলেন, প্রবাসী এই যুবকের অকাল মৃত্যু নিঃসন্দেহে অবর্ণনীয় দুঃখজনক।
নেতৃবৃন্দরা সদ্য মৃত্যুবরণকারী শাহাদত হুসেনের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
নিহত শাহাদত হুসেনের বাড়ি সিলেটের ইজনপুর দক্ষিণ সুরমা উপজেলার ২ নং বরই কান্দি ইউনিয়নের আব্দুর রাজ্জাকের পুত্র।