মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েতঃ জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি হাজী মাহমুদ আলী হাজী কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহীর সদস্য নির্বাচিত এবং সহসভাপতি ফারুকুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনার আয়োজন করেন কুয়েত জাতীয় পার্টি সিটির গুলশান হোটেলে।
সংগঠনের সহ সভাপতি লুৎফর রহমান লুদাই মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হযরত আলী মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ডঃশাহজাহান ,মনিং গ্লোরিং ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুয়েতীয়া মারাফিয়া গ্রুপের সিইও শহিদ ইসলাম পাপুল,সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল,সংগঠনিক মোঃ ফারুক,মুক্তিয়োদ্ধা মোহাম্মদ ইয়াকুব(সাংবাদিক),হাজী জুবায়ের,ফয়েজ কামাল,আলী আজম,জাফর আহমেদ,কবি আব্দুল মালেক,মোরাদ চৌধুরী প্রমুখ।এছাড়া সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে হাজী মাহমুদ আলী ও ফারুকুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়।