নিজস্ব প্রতিনিধিঃ সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রয়াণে গতকাল ২ই সেপ্টেম্বর ২০১৫ ইং রোজ শুক্রবার রাত ৯ ঘটিকায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র উদ্দ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বিশিষ্ট তরুণ সংগঠক ও বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র সভাপতি ইউনুছ মতিনের সভাপতিত্ত্বে ও অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ পরিচালক আ হ জুবেদের প্রাণবন্ত সঞ্চালনায় এতে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন মর্ণিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্টাতা সভাপতি, বিজনেস কাউন্সিলের আহ্বায়ক, মারাফিয়া কোম্পানির স্বত্বাধিকারী ও কমিউনিটি লিডার মোহাম্মদ শহীদুল ইসলাম (পাপুল),
আরো উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র সিনিয়র সহ সভাপতি, তরুণ সামাজিক সংগঠক, সমাজসেবক ও ব্যবসায়ী মুরাদ চৌধুরী/ বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এমডি সেলিম/ বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র উপদেষ্টা,বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক সংগঠক মিহির কান্তি পাল/ বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র সহ সভাপতি খালেদ আহমেদ/বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক সংগঠক আশরাক আলী ফেরদৌস/ বিশিষ্ট সামাজিক সংগঠক আজাদ মিয়া মেম্বার/রম্য লেখক-কবি ও সিলেট লেখক ফোরামের সভাপতি আব্দুল মালিক/ বিশিষ্ট সমাজ সেবক,সংগঠক ও মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কমিটির সহ সভাপতি হাজি জুবায়ের আহমেদ/ অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহা পরিচালক ও বিশিষ্ট সামাজিক- রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ মোশাররফ পাঠান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র সাধারণ সম্পাদক ও তরুণ উদীয়মান রাজনৈতিক, সামাজিক সংগঠক ফয়েজুর রহমান ফয়েজ।
আরো বক্তব্য রাখেন, তরুণ সামাজিক, রাজনৈতিক সংগঠক এস এম আব্দুল আহাদ, সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির অন্যতম নেতা মুরাদুজ্জামান চৌধুরী,বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত’র সহ সভাপতি ও বিশিষ্ট সামাজিক রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান,বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠক ময়নুল আল-ইসলাম, দৃষ্টিনন্দন সিলেট’র সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু, নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র সভাপতি মনসুর আহমেদ , শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি সুলেমান আহমেদ সহ কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা।
উপরোক্ত নেতৃবৃন্দরা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, গরিব দুখী মেহনতি মানুষের আপনজন বৃহত্তর সিলেটের কৃতিসন্তান,সমাজকল্যাণ মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী’র বিয়োগে জাতি আজ বেদনাহত, মর্মাহত ও শোকাহত পাশাপাশি বাঙালি জাতি হারালো একজন অবিভাবক ও কিংবদন্তি নেতা; যিনি ছিলেন শত গুণে গুনাম্বিত তথা একজন সত্যিকারের দেশপ্রেমিক, উন্নত সমাজ বিনির্মাণে চিন্তাশীল ব্যক্তি।
উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। ১৫ই সেপ্টেম্বর রাতে তার মরদেহ দেশে আনা হয়।
প্রথমে সিঙ্গাপুর,তারপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার তিনদফা জানাজা অনুষ্ঠিত হয়। মহসিন আলীর কফিনে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী-পেশার মানুষ।
অবশেষে মৌলভীবাজারে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। রাষ্ট্রীয় মর্যাদায় শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণস্থ কবরস্থানে সমাহিত হন রণাঙ্গনের এই বীর মুুক্তিযোদ্ধা।
(অগ্রদৃষ্টি অনলাইন টিভি, ইলেক্ট্রনিক মিডিয়া Rtv ও একুশে টিভিতে শীঘ্রই আসছে এই নিউজটি)