নিজস্ব প্রতিবেদকঃ কুয়েতে বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফির জানাজা সম্পন্ন।
সোমবার (১২ জুলাই) স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েতের সাবাহ হাসপাতালের লাল মসজিদ সংলগ্নে কুয়েত আওয়ামীলীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুন কুয়েতের আমিরি হাসপাতালে কুয়েত আওয়ামীলীগের এ প্রবীণ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত শফির জানাজার নামাজে যোগ দেন কুয়েত আওয়ামীলীগ, বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার কুয়েত প্রবাসীরা।
প্রায় তিন যুগ আগে চট্রগ্রাম অঞ্চলের, সন্দ্বীপ থানার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি
জীবন আর জীবিকার তাগিদে উপসাগরীয় দেশ কুয়েতে আসেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুয়েত সিটির মুরাগাবে অবস্থিত ঢাকা ষ্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
পাশাপাশি কুয়েত আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সোমবার কুয়েতে প্রথম জানাজা শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আল-জাজিরার একটি ফ্লাইটে নিহত শফির মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।