মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ নতুন বছরের পথচলা আমাদের সকলের সুন্দর ও স্বার্থক আর সকলের দীর্ঘায়ু কামনা করে ইংরেজি নববর্ষ ২০১৮ বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে পালন করলো পুরো পৃথিবী।
আর নতুন বছরের পর দিন ২জানুয়ারি ২০১৮ মঙ্গলবার মধ্য প্রাচ্যের দেশ কুয়েত শুরুতেই প্রবাসী বাংলাদেশীদের সকালে ঘুম থেকে জেগে শুনতে হলো হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু।
কুয়েত জিলিব আল সুয়েখের হাসাবিয়ায় মোঃ মোতালেব সিকদার (৩৭) এক বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে নিহত মোতালেব ভোরে বুকের মধ্যে প্রচন্ড ব্যাথা অনুভব করলে বাসার অন্যান্য সহপাঠীরা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলে নিজ বাসায় মৃত্যু বরণ করেন।
নিহত মোতালেবের সহপাঠী জানিয়েছেন,বর্তমানে লাশ স্হানীয় হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে পাঠনোর চেষ্টা চলছে। নিহতের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আশারামপুর গ্রাম।
এ দিকে কুয়েত প্রবাসী এ যুবকের মৃত্যুতে বাংলাদেশী প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।