দীর্ঘ ৪ বছর একটি মামলায় কারাবন্দী বাংলাদেশী নাগরিক ফরহাদ হোসেন(৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে, নিহত ফরহাদ হোসেনের বড় ভাই আমাদের এ প্রতিবেদককে ফোন করে জানিয়েছেন,গত ৯ এপ্রিল ২০১৭ইং ভোরে কুয়েতের সেন্ট্রাল
জেলে তার মৃত্যু হয়।
নিহতের লাশ দেশে পাঠানোর জন্য বেশ কিছু আইনী বাধ্যবাধকতা রয়েছে ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয় ছাড়পত্র পেলে ব্যবস্থা করা হবে।
এদিকে জানা গেছে,নিহত ফরহাদের দেশের বাড়ী কিশোরগঞ্জ জেলা সদরের শহীদুল ইসলামের ছেলে।