স্টাফ রিপোর্টারঃ কুয়েতের সিভিল এভিয়েশনের মহাপরিচালক প্রকৌশলী ইউছুফ আল-ফাওজান জানান, কুয়েতি নাগরিক ৩১ নিষেধাজ্ঞাকৃত দেশে অবস্থান করলেও যেকোনো সময় তারা কুয়েত ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই।
তবে তাদেরকে করোনা নেগেটিভ সনদ ”৭২ ঘণ্টার মেয়াদ”এর মধ্যেই কুয়েত প্রবেশ করতে হবে।
অন্যদিকে, আল-ফাওজান আরবি দৈনিক আল-আনবাকে জানান, বাংলাদেশ সহ ৩১ নিষেধাজ্ঞাকৃত দেশের করোনা পরিস্থিতি প্রত্যেক ১০ দিন পরপর পর্যালোচনা করছে কুয়েত।
অতএব, ওইসব দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, পহেলা আগস্ট থেকে কুয়েত সরকার আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।
তবে পহেলা আগস্ট বাণিজ্যিক ফ্লাইট চালু হলেও বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিক কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।