
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলা’র কুয়েত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পাভেলের পিতা হাজী মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে এক দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার কিং চিকেন রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ. হ. জুবেদের সঞ্চালনায় মাহফিলটি পরিচালিত হয়। এতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন রানা, সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন,আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল, সহ সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, এবং সদস্য এইচ এম এরশাদ, এবাদুর রহমান, লুৎফর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুম হাজী মোহাম্মদ আবু তাহেরের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।