
যুক্তরাজ্যের বিশিষ্ট বাংলাদেশী কমিউনিটি নেতা এবং ল্যান্ডমার্ক সিলেট পিভিটি এলটিডি-এর চেয়ারম্যান মো. আব্দুল আহাদ কুয়েত সফরে এলে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই মামুন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা কুয়েত, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষত, দুই দেশের প্রবাসীদের কল্যাণ এবং তাদের সমস্যা নিয়ে কথা হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন প্রবাসীদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের উচিত বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কল্যাণে কিছু করা।” তিনি উল্লেখ করেন, এই মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই বাংলাদেশে বিপুল পরিমাণের রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। মামুন আরও জানান, বাংলাদেশের যেকোনো দুর্দিনে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত বিভিন্নভাবে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।


যুক্তরাজ্যের নেতা মো. আব্দুল আহাদ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের দিকে বর্তমান সরকার ও আগামীতে যেকোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে আশাকরি সুনজর দিবেন এবং তাদের সুযোগ সুবিধার কথা গুরুত্বসহকারে ভাববেন।” পাশাপাশি, তিনি বৃটিশ বাংলাদেশিদের দেশপ্রেম এবং দেশের কল্যাণে কাজ করার বিষয়টির ওপরও জোর দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও প্রবাসী হাফিজ আক্তার হোসেন।