ডেস্ক রিপোর্টঃ কুয়েতে ফুড ট্রাকসহ বিভিন্ন ভ্রাম্যমাণ যানের ব্যবসায়িক কার্যক্রম সুশৃঙ্খল করতে এবং আইনি ও কারিগরি মান নিশ্চিত করতে একটি শক্তিশালী স্থায়ী কমিটি গঠন করেছে দেশটির সরকার। কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফা আবদুল্লাহ আল-আজিল সম্প্রতি এক মন্ত্রী পর্যায়ের ডিক্রি জারির মাধ্যমে এই কমিটি গঠনের ঘোষণা দেন।
মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারির সভাপতিত্বে গঠিত এই কমিটিতে কুয়েত মিউনিসিপ্যালিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন এবং কুয়েত বিজনেস সেন্টারের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। মূলত যত্রতত্র ভ্রাম্যমাণ যান পরিচালনা বন্ধ করা এবং ভোক্তা অধিকার রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ডিক্রি অনুযায়ী, এই কমিটি এখন থেকে ভ্রাম্যমাণ যানের লাইসেন্স প্রদান ও নবায়নের আবেদনগুলো কঠোরভাবে যাচাই করবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং ব্যবসার জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণের দায়িত্বও পালন করবে এই কমিটি। কোনো কারণে অনুমোদিত স্থান পরিবর্তনের প্রয়োজন হলে কমিটি তার বিকল্প স্থানের ব্যবস্থা করবে।
নতুন এই নীতিমালার অধীনে ভ্রাম্যমাণ ব্যবসাগুলো তাদের অনুমোদিত কার্যক্রমের বাইরে কোনো কাজ করছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে। কোনো ব্যবসা নিয়ম ভঙ্গ করলে ২০১৯ সালের ৪২৬ নম্বর রেজোলিউশন অনুযায়ী তাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব দেওয়ার ক্ষমতাও এই কমিটির হাতে থাকবে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে এক বছরের জন্য এই কমিটি কাজ শুরু করেছে এবং প্রতি মাসে তাদের কার্যক্রম ও সুপারিশ সরাসরি মন্ত্রীকে অবহিত করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে কুয়েতের বাজারে শৃঙ্খলার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।











