ডেস্ক রিপোর্ট- কুয়েতে ভিজিট ভিসা রেসিডেন্স ভিসায় রূপান্তরের সুযোগ: অনুচ্ছেদ-১৬ তে ৫টি বিশেষ ক্ষেত্র চিহ্নিত
কুয়েতে ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের জন্য সুখবর, কারণ এখন নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ভিজিট ভিসাকে সাধারণ রেসিডেন্স (ইকামা) ভিসায় রূপান্তর করার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মর্মে ঘোষণা দিয়েছে যে কুয়েতের আইন অনুযায়ী রেসিডেন্সি বিষয়ক অনুচ্ছেদ ১৬-তে পাঁচটি সুনির্দিষ্ট পরিস্থিতি চিহ্নিত করা হয়েছে যেখানে ভিজিট ভিসাধারীরা রেসিডেন্স পারমিট বা ইকামা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই বিধানগুলো মূলত ব্যতিক্রমী ও বাস্তব পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রণয়ন করা হয়েছে।
এই রূপান্তরের জন্য যোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে: সরকারি ভিজিট ভিসাধারী যারা কোনো মন্ত্রণালয় বা পাবলিক অথরিটিতে প্রবেশের জন্য এসেছিলেন এবং তাদের যদি বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা বিশেষ কারিগরি যোগ্যতা থাকে, তবে তারা রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালকের অনুমোদন আবশ্যক। এছাড়াও, গৃহকর্মীসহ অনুরূপ ক্যাটাগরির কর্মীরাও তাদের ভিজিট ভিসাকে প্রচলিত নিয়ম মেনে রেসিডেন্স ভিসায় পরিবর্তন করতে পারবেন। পারিবারিক ভিজিট ভিসাধারী বা পর্যটন ভিসাধারীরাও যদি কুয়েতে বৈধভাবে বসবাসকারী তাদের নিকটাত্মীয়ের সঙ্গে যোগ দিতে চান, তবে তারা এই সুযোগ পাবেন। পাশাপাশি, যে সকল ব্যক্তি কাজের এন্ট্রি ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করে রেসিডেন্স প্রাপ্তির প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু জরুরি কারণে এক মাসের কম সময়ের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তারাও ফিরে এসে ভিজিট ভিসাকে রেসিডেন্স ভিসায় রূপান্তর করতে পারবেন। এই চারটি প্রধান ক্ষেত্র ছাড়াও, রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালক পরিস্থিতি বিবেচনা করে বিশেষ বিবেচনামূলক ক্ষমতাবলে অন্য ব্যতিক্রমী ক্ষেত্রেও ভিসা রূপান্তরের অনুমোদন দিতে পারবেন। এই পদক্ষেপের ফলে কুয়েতে আসা অনেক প্রবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।











