
কুয়েতে বিষাক্ত মদ উৎপাদন ও বিতরণের অভিযোগে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দ্য টাইমস-এর ১৭ আগস্ট, ২০২৫-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক।
দূতাবাস তাদের এক বিবৃতিতে “গভীর উদ্বেগ” প্রকাশ করে বলেছে, “BANGLADESHI, NEPALI and INDIAN ARRESTED IN TOXIC LIQUOR CASE” শীর্ষক ওই প্রতিবেদনে ‘ডেলোরা বারকাশ দারাজি’ নামে এক ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে মূল হোতা বলা হয়েছে।
দূতাবাসের মতে, প্রতিবেদনে উল্লেখিত নামটি বাংলাদেশি নামের ধরনের সাথে “অত্যন্ত অস্বাভাবিক” হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করার উদ্যোগ নেওয়া হয়। ১৭ আগস্ট দূতাবাসের একজন প্রতিনিধি ওয়াহরা পুলিশ স্টেশনে গিয়ে আহমাদি জেলা তদন্ত অফিসের প্রধানের সাথে আলোচনা করেন।
কুয়েতি কর্তৃপক্ষ স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেপ্তার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নয়, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না।
দূতাবাস জোর দিয়ে বলেছে, “অফিসিয়াল নিশ্চিতকরণে কোনো সন্দেহ নেই যে, বিষাক্ত মদ উৎপাদন বা বিতরণে কোনো বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”
এছাড়াও, দূতাবাস ওই প্রতিবেদনের “তথ্যগত ভুল এবং পক্ষপাতদুষ্ট কাঠামো”-এর নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে, এমন ভুল তথ্য কেবল বাংলাদেশি সম্প্রদায়ের সুনাম নষ্ট করে না বরং ক্ষতিকর স্টেরিওটাইপ এবং জেনোফোবিয়াকেও (বিদেশিদের প্রতি ঘৃণা বা ভীতি) উসকে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একজন বাংলাদেশি নাগরিককে মূল হোতার ভূমিকায় চিহ্নিত করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।”
দূতাবাস এই বিষাক্ত মদের মামলার সাথে কোনো বাংলাদেশি নাগরিকের সংযোগ নেই বলে আবারও স্পষ্ট করেছে। একটি পাবলিক সংশোধনের মাধ্যমে দূতাবাস কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের মর্যাদা রক্ষা এবং সংবেদনশীল বিষয়ে সঠিক, নিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত সংবাদ পরিবেশনের ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
কুয়েতের স্থানীয় পত্রিকার সম্পাদকের বক্তব্য 
এই প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল। তবে, দূতাবাসের ব্যাখ্যা এবং কুয়েতি কর্তৃপক্ষের অফিসিয়াল নিশ্চিতকরণের পর এটি স্পষ্ট হয়েছে যে, বিষাক্ত মদের ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিলেন না।













 কুয়েত ভিজিট ভিসা: ৭০-ঊর্ধ্ব বাবা-মায়ের আবেদন বাতিল? প্রবাসীদের মধ্যে উদ্বেগ
 কুয়েত ভিজিট ভিসা: ৭০-ঊর্ধ্ব বাবা-মায়ের আবেদন বাতিল? প্রবাসীদের মধ্যে উদ্বেগ কুয়েতে সপ্তাহান্তে গরম দিন, রাতে আরামদায়ক ঠান্ডা আবহাওয়া
 কুয়েতে সপ্তাহান্তে গরম দিন, রাতে আরামদায়ক ঠান্ডা আবহাওয়া বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ
 বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ কুয়েতে ক্রীড়া সংগঠক সুহেল রানার মায়ের ইন্তেকাল: প্রবাসীদের মাঝে শোকের ছায়া!
 কুয়েতে ক্রীড়া সংগঠক সুহেল রানার মায়ের ইন্তেকাল: প্রবাসীদের মাঝে শোকের ছায়া! কুয়েত ভিসা বদল: প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের শর্তাবলী
 কুয়েত ভিসা বদল: প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের শর্তাবলী সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা
 সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা কুয়েতের ট্র্যাফিক সমস্যার সমাধান: ‘প্যারিসের পাতাল রেল দেখুন’ মন্ত্রীদের প্রতি কলাম লেখকের আহ্বান  
 কুয়েতের ট্র্যাফিক সমস্যার সমাধান: ‘প্যারিসের পাতাল রেল দেখুন’ মন্ত্রীদের প্রতি কলাম লেখকের আহ্বান   তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩
 তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩ এএফসি চ্যালেঞ্জ লীগের মিশনে কুয়েতে বসুন্ধরা কিংস, প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ
 এএফসি চ্যালেঞ্জ লীগের মিশনে কুয়েতে বসুন্ধরা কিংস, প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ কুয়েতে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা- অগ্রদৃষ্টি
 কুয়েতে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা- অগ্রদৃষ্টি কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ,হাওর রক্ষায় কৃষক আন্দোলন, দুর্ভিক্ষের শঙ্কা
 কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদ,হাওর রক্ষায় কৃষক আন্দোলন, দুর্ভিক্ষের শঙ্কা সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি
 সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি কুয়েতে প্রযুক্তিনির্ভর হচ্ছে হাসপাতাল, মানবসম্পদ উন্নয়নে বিশাল বিনিয়োগ
 কুয়েতে প্রযুক্তিনির্ভর হচ্ছে হাসপাতাল, মানবসম্পদ উন্নয়নে বিশাল বিনিয়োগ কুয়েত ইমিগ্রেশনে বড় কেলেঙ্কারি: এন্ট্রি-এক্সিট রেকর্ড জাল করার দায়ে কর্মকর্তা আটক- অগ্রদৃষ্টি
 কুয়েত ইমিগ্রেশনে বড় কেলেঙ্কারি: এন্ট্রি-এক্সিট রেকর্ড জাল করার দায়ে কর্মকর্তা আটক- অগ্রদৃষ্টি কুয়েতে ট্র্যাফিক ও অপরাধ দমনে পুলিশের কড়া অভিযান: রেকর্ড হলো হাজার হাজার আইন লঙ্ঘন
 কুয়েতে ট্র্যাফিক ও অপরাধ দমনে পুলিশের কড়া অভিযান: রেকর্ড হলো হাজার হাজার আইন লঙ্ঘন