
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের আয়োজনে ও বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট -২০২৫’ এর উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচ শুক্রবার (১৭ অক্টোবর) সাবাহিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৪টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের খেলা কুয়েতের প্রত্যন্ত অঞ্চলের ফুটবল মাঠে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস স্টার ক্লাব কুয়েত ও যমুনা স্পোর্টিং ক্লাব কুয়েত। নির্ধারিত সময় শেষে গোল শূন্য ড্র হয় খেলাটি। পরে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য, যেখানে ফ্রেন্ডস স্টার ক্লাব কুয়েত ৫-৪ গোলে জয় তুলে নেয়।

দিনের অপর ম্যাচে লড়ে আল-মাজিদ স্পোর্টিং ক্লাব কুয়েত এবং ফারওয়ানিয়া সুপার স্টার ক্লাব কুয়েত। এই ম্যাচে ২-০ গোলে ফারওয়ানিয়া সুপার স্টার ক্লাবকে হারিয়ে জয় নিশ্চিত করে আল-মাজিদ স্পোর্টিং ক্লাব কুয়েত।
ম্যাচ দুটি শুরুর আগে টুর্নামেন্টের নিয়মকানুন ও দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং লিটন মিয়াজী, এসোসিয়েশন এর সভাপতি মোরশেদ আলম ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান, সহ-সভাপতি সুহেল রানা, সাধারণ সম্পাদক কুরবান আলী এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ আরও অনেকে।












