কুয়েতের মন্ত্রিসভা শেখ মোবারক হোমুদ আল-জাবের আল-সাবাহকে ন্যাশনাল গার্ডের (কেএনজি) প্রধান হিসেবে নিয়োগের একটি খসড়া ডিক্রি অনুমোদন করেছে।
এছাড়াও মন্ত্রিসভা বিদেশীদের বসবাস সংক্রান্ত একটি খসড়া ডিক্রিও অনুমোদন করেছে।
এর উদ্দেশ্য হচ্ছে ভিসা বাণিজ্য নিষিদ্ধ করা, বিদেশীদের নির্বাসন ও বিতাড়িত করার নিয়ম নির্ধারণ করা এবং যেসব প্রবাসীরা রেসিডেন্সি আইনের বিধান লঙ্ঘন করে তাদের উপর কঠোর শাস্তি আরোপ করা।
অন্যদিকে খসড়া ডিক্রি-আইনে ৩৬টি ধারা রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল যে, একজন প্রবাসীর নিয়োগ বা নিয়োগের সুবিধাকে কাজে লাগিয়ে রেসিডেন্সিতে বাণিজ্য করা নিষিদ্ধ।
পাশাপাশি এন্ট্রি ভিসা বা রেসিডেন্সি পারমিট এর জন্য আর্থিক সুবিধা গ্রহণ করা।