বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে আনজুমানে আল-ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে সংগঠনের সদস্য মরহুম ফরিদ মিয়া এবং শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু সাইদ কুতুবউদ্দিন। সদস্য সচিব মুজিবুর রহমান সুফি এবং সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদ সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ক্বারী সালেহ আহমদ।

স্মরণ সভায় বক্তারা মরহুম ফরিদ মিয়ার সাংগঠনিক অবদান এবং আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর দ্বীনি খিদমতের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কাওসার আহমদ কায়েস, আলীম উদ্দিন, মুরাদুল হক চৌধুরী, সিরাজ মিয়া, মাওলানা ময়নুল ইসলাম ও হাফিজ আব্দুল আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রবাসীরা।
মাহফিলের শেষ পর্যায়ে উপস্থিত সকলের সুস্থতা, মরহুমদের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।











