
কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশী শিল্পীর আঁকা দুইটি ক্যালিগ্রাফি প্রদর্শনের জন্য হস্তান্তর করা হয়, যা কুয়েত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এক বিশেষ তাৎপর্য বহন করে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি-এর বিশেষ উদ্যোগে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এই প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাষ্ট্রদূত গ্র্যান্ড মসজিদের কর্তৃপক্ষের প্রধান ডঃ বদর মা’জুন আল ঢাফিরি-এর নিকট ক্যালিগ্রাফিগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারীতে দীর্ঘদিন ধরে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, মিশর, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি স্থান পেলেও, বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম প্রধান দেশ বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি সেখানে ছিল না। এই ঐতিহাসিক শূন্যতা পূরণের লক্ষ্যেই দূতাবাস জনৈক তরুণ বাংলাদেশী ক্যালিগ্রাফি শিল্পীর আঁকা উচ্চমানের দুইটি ক্যালিগ্রাফি সংগ্রহ করে গ্র্যান্ড মসজিদে প্রদর্শনের জন্য হস্তান্তরের উদ্যোগ নেয়। এই পদক্ষেপের মাধ্যমে কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের শিল্প ও সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরা হলো।
কুয়েত প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রদূতের এই কূটনৈতিক ও সাংস্কৃতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, এটি নিঃসন্দেহে কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কুয়েতের অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থানে বাংলাদেশের শিল্পকর্মের উপস্থিতি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।