জগলুল হুদা, কাপ্তাই থেকে ঃ জন নেত্রী শেখ হাসিনার যোগ্য নেত্বত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো দীর্ঘতম সেতু তৈরি করছি। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। বিদ্যু সেক্টরে সরকারের সাফল্য প্রশংসনিয়। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু বুধবার (২৪ মে) সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিয়ে রাংগামাটি বেতারের বহিরাঙ্গন বেতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাংগামাটি বেতারের আঞ্চলিক পরিচালক ছালাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রন্জন কুমার সামন্ত, মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানের ২য় পর্বে শিখা ত্রিপুরা,তনয়া চাকমার সঞ্চালনায় বেতার এবং স্বানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।