আত্মহত্যা মহা পাপ সকল ধর্মে স্বীকৃত তবুও মানুষ আত্মহত্যা করতে দেখা যায়। আসলে মানুষ ইচ্ছে করে আত্মহত্যা নামের মহা পাপটি করে না। হয়তো তাকে এমন পরিস্থিতির জন্য কেউবা বাধ্য করে বা মানসিক অতিরিক্ত চাপে জীবন নিজ হাতে কোরবান দিতে হয়। এমন এক দৃষ্টান্ত নিজ হাতে গলায়দড়ি দিয়ে আত্মহনন করলেন টগবগে কাতার প্রবাসী যুবক সিরাজুল(২৮) গঠনার বিবরণে জানা গেছে,গত ৫ মে ভোরে কাতার সিটির নিজ কক্ষে গলায়দড়ি দিয়ে আত্মহত্যা করেন সিরাজুল ইসলাম। পরে একই রুমে তাকা অন্য সহপাঠীরা স্হানীয় পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নিহতের লাশ আল হামাদ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষে নিকট আবেদন জানিয়েছে। নিহত সিরাজুল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলা বলেই জানা গেছে।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)
আত্মহত্যা মহা পাপ সকল ধর্মে স্বীকৃত তবুও মানুষ আত্মহত্যা করতে দেখা যায়। আসলে মানুষ ইচ্ছে করে আত্মহত্যা নামের মহা পাপটি করে না। হয়তো তাকে এমন পরিস্থিতির জন্য কেউবা বাধ্য করে বা মানসিক অতিরিক্ত চাপে জীবন নিজ হাতে কোরবান দিতে হয়। এমন এক দৃষ্টান্ত নিজ হাতে গলায়দড়ি দিয়ে আত্মহনন করলেন টগবগে কাতার প্রবাসী যুবক সিরাজুল(২৮) গঠনার বিবরণে জানা গেছে,গত ৫ মে ভোরে কাতার সিটির নিজ কক্ষে গলায়দড়ি দিয়ে আত্মহত্যা করেন সিরাজুল ইসলাম। পরে একই রুমে তাকা অন্য সহপাঠীরা স্হানীয় পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নিহতের লাশ আল হামাদ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষে নিকট আবেদন জানিয়েছে। নিহত সিরাজুল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলা বলেই জানা গেছে।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)