
ওমান সরকার বিদেশি মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন কঠোর আইন চালু করেছে। এই আইন অনুযায়ী, ব্যবসা শুরু করার এক বছরের মধ্যে প্রতিটি বিদেশি কোম্পানিকে কমপক্ষে একজন ওমানি নাগরিককে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক।
বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারি করা মন্ত্রিপরিষদ রেজোলিউশন নং ৪১১/২০২৫-এর মাধ্যমে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আইনের নির্বাহী বিধিতে নতুন ধারা (১২) যুক্ত করা হয়েছে।
নতুন বিধিমালায় বলা হয়েছে যে সকল বিদেশি মালিকানাধীন কোম্পানিকে অবশ্যই কমপক্ষে একজন ওমানি কর্মী নিয়োগ দিতে হবে এবং নিয়োগপ্রাপ্ত ওই কর্মীকে সামাজিক সুরক্ষা তহবিলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত থাকতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সংশোধনের উদ্দেশ্য হলো বেসরকারি খাতে ওমানি প্রতিভার অংশগ্রহণ বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ‘ওমানাইজেশন’ লক্ষ্যমাত্রা জোরদার করা।
ইতিমধ্যে এক বছরের বেশি সময় ধরে পরিচালিত বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোকে রেজোলিউশনটি কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে এই নিয়ম মেনে চলতে হবে। এই সম্মতি বাণিজ্যিক নিবন্ধনের পুনর্নবীকরণ, নতুন ওয়ার্ক পারমিট জারি, অথবা বিদ্যমান ওয়ার্ক পারমিটের পুনর্নবীকরণের (এগুলোর মধ্যে যেটি আগে ঘটবে) সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পন্ন করতে হবে। এই রেজোলিউশনটি অফিসিয়াল গেজেটে প্রকাশের পরদিন থেকে কার্যকর হবে।