ডেস্ক নিউজ : আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা-২০১৮খ্রি. ১ ফেব্রুয়ারি ২০১৮ইং তারিখ বৃহস্পতিবার হতে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি ১৮ইং শনিবার পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪মার্চ ১৮ইং তারিখ পর্যন্ত চলবে। সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এসএসসি)/দাখিল/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০১৮খ্রি. নরসিংদীতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এতদুপলক্ষে গত ১৮ জানুয়ারি নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী চলতি বছর নরসিংদী জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃংখলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলায় ৪৭টি মূল কেন্দ্রের অধীনে ৮২টি ভেন্যু স্থাপন করা হয়েছে। আর এসব কেন্দ্রসমূহে সব মিলিয়ে ৩১ হাজার ৫’শ ৫৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
তন্মধ্যে এসএসসি’তে নরসিংদী সদরে স্থাপিত ৫টি মূল কেন্দ্রের অধীন ১০টি ভেন্যুতে ৬৮৩৩ জন, পলাশ উপজেলায় ৫টি মূল কেন্দ্রের অধীন ৬টি ভেন্যুতে ২৮৫৪ জন, শিবপুর উপজেলায় ৫টি মূল কেন্দ্রের অধীন ১০টি ভেন্যুতে ৪৫৪৫জন, মনোহরদী উপজেলায় ৫টি মূল কেন্দ্রের অধীন ১২টি ভেন্যুতে ৩৮১৬ জন, রায়পুরা উপজেলায় ৫টি মূল কেন্দ্রের অধীন ১০টি ভেন্যুতে ৫৭২৬ জন এবং বেলাব উপজেলায় ৪টি মূল কেন্দ্রের অধীন ৮টি ভেন্যুতে ৩৫১২ জন মিলিয়ে সর্বমোট ২৭ হাজার ২’শ ৮৬জন পরীক্ষার্থী এ বছরের পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে। এদিকে ২০১৮ইং সনের দাখিল পরীক্ষায় নরসিংদী সদরে স্থাপিত ২টি মূল কেন্দ্রের অধীন ৩টি ভেন্যুতে ৮৬১ জন, মনোহরদী উপজেলায় ২টি মূল কেন্দ্রের অধীন ৪টি ভেন্যুতে ৬৩৬ জন, শিবপুর উপজেলায় ২টি মূল কেন্দ্রের অধীন ৪টি ভেন্যুতে ৪২৫ জন, বেলাব উপজেলায় ১টি মূল কেন্দ্রের অধীন ২টি ভেন্যুতে ২২৪জন, পলাশ উপজেলার ১টি মূল কেন্দ্রের অধীন ১টি ভেন্যুতে ৩৫৫জন এবং রায়পুরা উপজেলার ১টি মূল কেন্দ্রের অধীন ২টি ভেন্যুতে ৪১৪জন মিলিয়ে সর্বমোট ২হাজার ৯’শ ১৫জন পরীক্ষার্থী চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে।
অপরদিকে ১৮ সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় নরসিংদী সদরে স্থাপিত ১টি মূল কেন্দ্রের অধীন ১টি ভেন্যুতে ১৭৬ জন, মনোহরদী উপজেলায় ১টি মূল কেন্দ্রের অধীন ১টি ভেন্যুতে ২৪০ জন, শিবপুর উপজেলায় ২টি মূল কেন্দ্রের অধীন ২টি ভেন্যুতে ৩৬২ জন, বেলাব উপজেলায় ৩টি মূল কেন্দ্রের অধীন ৩টি ভেন্যুতে ২৫৩ জন এবং রায়পুরা উপজেলায় ২টি মূল কেন্দ্রের অধীন ৩টি ভেন্যুতে ৪৯৮ জন মিলিয়ে সর্বমোট ১ হাজার ৩’শ ৫৩জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। এক্ষেত্রে পলাশ উপজেলায় কোন পরীক্ষার্থী নেই বলে তথ্য সূত্রে জানা গেছে।