ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আজকের দিনটি আমার জন্য একটি অসাধারণ সৌভাগ্যের দিন। সকালে দিনটি শুরু করি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং সেখানে ঘোষণা দেয়া হয়েছে আগামীকাল (বৃহস্পতিবার) স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় উৎসব করবে বাংলাদেশ।
দুপুরের এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ল্যাপটপ বিদেশে (নাইজেরিয়াতে) রফতানি কার্যক্রম শুরু করলাম। সর্বশেষ সন্ধ্যায় তৃতীয় অনুষ্ঠানে বাংলাদেশে অনলাইন পেমেন্ট পদ্ধতিতে নতুন মাইলফলকের সাক্ষী হলাম। অনলাইন পেমেন্ট প্লাটফর্ম আইপে বাংলাদেশের পেপ্যাল হিসেবে কাজ করবে।
আজকের এ তিনটিই ছিল বাংলাদেশের জন্য গৌরবজনক এবং জাতিগতভাবে গর্ব করার সুযোগ তৈরি হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম অনলাইন পেমেন্ট প্লাটফর্ম আইপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইপে সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আহসান, প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, বিশ্বের ৮০টি দেশ বাংলাদেশের সফটওয়্যার ব্যবহার করে। আইপের মতো আরও নতুন কিছু বাংলাদেশ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।
আইপে চেয়ারম্যান বলেন, আইপে অ্যাপের মাধ্যমে নগদ টাকা ছাড়াই দৈনন্দিন জীবনের কেনাকাটা ও অন্যান্য বিল পরিশোধ করা যাবে। পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহারকারীর ব্যাংক হিসাবও সহজে সংযুক্ত করা যাবে আইপে অ্যাপ অ্যাকাউন্টে। কেননা বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে আইপে।
আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্মার্টফোন থেকে গুগল প্লে-স্টোরে গিয়ে আইপে অ্যাপ (আইপে বাংলাদেশ) থেকে ডাউনলোড করে নতুন অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে পারবেন। এছাড়া আইপে.কম.বিডি ওয়েবসাইট থেকেও নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, আইপে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন মার্চেন্ট আউটলেট ও বিল কাউন্টারে নগদ অর্থ ছাড়াই সব ধরনের বিল পরিশোধ করার সুযোগ রয়েছে।
এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট-ক্রেডিট কার্ডের সঙ্গে সংযুক্তি থাকলে গ্রাহক তার আইপে অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালান্স ট্রান্সফার ও অর্থ উত্তোলন করতে পারবেন। আইপে ব্যবহারকারীদের ওপর কোনো ধরনের হিডেন ফি বা গুপ্ত ব্যয় আরোপ করা হবে না বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আইপে প্লাটফর্মে ব্যক্তিগত হিসাব খোলা বা পরিচালনার জন্য কোনো ধরনের ফি ধার্য করা হয়নি।