জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া খরিখর এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নিখিল দাশ (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) রাত ১ টায় এই ঘটনা ঘটে। নিহত কৃষক একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব বণিকপাড়া গ্রামের সুরেন্দ্র দাশের পুত্র।
স্থানীয় সুত্রে যায়, চলতি আমন মৌসুমের ধান পাকতে শুরু করেছে। এরই মধ্যে আমনের পাকা ধান খেতে প্রতি বছরের ন্যায় এবারও হানা দিতে শুরু করেছে বন্য হাতির দল। দিন ও রাতের যেকোন সময় হানা দিয়ে নষ্ট করছে কৃষকের ঘাম জড়ানো পাকা ধান। তাই কৃষি মাঠে নিজেদের পাকা ধান রক্ষার্থে প্রতি রাতে পাহাড়া বসায় স্থানীয় কৃষক। ঘটনার দিন ১০/১৫ জনের একটি কৃষক দল পাহাড়া দিচ্ছিল পদুয়া খরিখর এলাকার নিজেদের একটি কৃষি মাঠে। পাহাড়া দেওয়ার এক পর্যায়ে ২০/২৫টি হাতির পাল হানা দিয়ে বসে তাদের ফসলি মাঠে। তারা স্থানীয় বিভিন্ন পন্থায় হাতি তাড়াতে নানা পদ্ধতি প্রয়োগ করার এক পর্যায়ে তাদের উপর তেড়ে বসে হাতির পালটি। হাতির ধাওয়া খেয়ে সবাই পালাতে পারলেও নিখিল দাশ হাতির সামনে পড়ে যায়। ক্ষিপ্ত হাতি নিজের বিশালাকার পা দিয়ে পিষ্ট করে মারে কৃষক নিখিলকে। সারারাত ঐস্থানে পড়ে থাকার পর সকালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ার পদুয়া খরিখর এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হওয়া কৃষক নিখিল দাশের মৃত দেহ।