নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৫ খুনের মামলায় ভাগ্নে মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে সোমবার বিকেলে মাহফুজকে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে। তবে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করলেও মামলার কাগজপত্র সোমবার বিকেল পর্যন্ত হাতে পাননি বলে জানান।
সদর মডেল থানার ওসি আবদুল মালেক বলেন, পুলিশ তদন্তের স্বার্থে অনেককেই জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাবাদ শেষে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হবে।
শনিবার রাতে শহরের বাবুরাইল এলাকার ছয়তলা একটি ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।