বিনোদন ডেক্সঃ- আলিয়া ভাট শুধু অভিনয়ই জানেন না, গাইতে পারেন ভাল। তার প্রমাণ দিয়েছেন ২ বছর আগে। কিন্তু তখনও ভাবতে পারেননি তার গান শুনবেন ৫ কোটি বাজানো হবে।
‘হাইওয়ে’ নায়িকার গানের ভিডিওটি ২০১৪ সালের জুলাইয়ে ইউটিউবে আপ করা হলে দারুণ সাড়া পড়ে। এ পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে গানটি শোনা হয়েছে ৫ কোটিবারের বেশি।
করণ জোহরের প্রযোজনায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ পরিচালনা করেন শশাঙ্ক খৈতন। বৃহস্পতিবার খৈতন টুইটারে জানান, ‘সামঝাওয়া’ ৫ কোটির মাইলফলক পার করল। তাই আলিয়াকে অভিনন্দন।