নিজস্ব প্রতিবেধকঃ- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বে ১৬ কোটি মানুষের বাংলাদেশে আজ কোন খাদ্যাভাব নেই। বাংলাদেশ আজ বিদেশে চাল রপ্তানী করছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশ ২০২১ সালে আগেই ১৮/১৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ শিল্পমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মূল্যবোধের চেতনায় প্রতিষ্ঠা করে বাঙ্গালী জাতিকে একটি মর্যাদাপূর্ন জায়গায় আনতে সক্ষম হয়েছেন। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করছেন আজ শুক্রবার পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কোন কাজে যাতে বঙ্গবন্ধুর আদর্শ প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। কবুতর ও বেলুন উড়িয়ে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করছেন সম্মানীত অতিথিবৃন্দ। সম্মেলনে পিরোজপুরে একটি বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি প্রদান করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। বেলা ১১ টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে ত্রি- বার্ষি ক সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএমএ আউয়াল এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এমপি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন। সম্মেলনে সভামঞ্চে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লায়লা ইরাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক ইসাহাক আলী খান পান্না, মোঃ মহিউদ্দিন মহারাজ উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিকেলে সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা