নিজস্ব প্রতিনিধিঃ- দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালের জন্য বাংলাদেশি প্রবাসীদের ১০ জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মঙ্গলবার ঢাকায় তার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্ড প্রদান করেন।
সিআইপি ২০১৪ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বাংলাদেশি প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে জীবিকার সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী কর্মীদের পরিশ্রমের মাধ্যমে উপার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতি এবং উন্নয়নের গতিকে সচল রাখতে সক্ষম হয়েছে। ২০১৫ সালে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ১৫ হাজার ৩১৭ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের প্রায় ১৩ শতাংশের সমতুল্য। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী কর্মীদের এ অসামান্য অবদানের বিষয়টি সর্বজনস্বীকৃত।
মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালের নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (অনাবাসি বাংলাদেশি) তথ্য পর্যালোচনায় দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত হতে ৩ জন, ওমান হতে ৩ জন এবং ইতালি হতে ৩ জন এবং বাহরাইন হতে ১ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১০ জনের মধ্যে মোহাম্মদ কামাল পাশা, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোছাম্মদ সাজেদা নুর বেগম ও মোহাম্মদ শফি উদ্দিনের বাড়ী চট্টগ্রামে, মোহাম্মদ মাহতাবুর রহমান ও মোহাম্মদ অলিউর রহমানের বাড়ী সিলেটে, মোহাম্মদ ইদ্রিছ ও জাহাঙ্গীর হোসেনের বাড়ী ঢাকায়। আবুল কালামের বাড়ী কুমিল্লায় এবং ওহিদ মোল্লার বাড়ী মাদারীপুর জেলায়। মন্ত্রী নির্বাচিত সিআইপি এবং তাদের পরিবারের সদস্যদের এ অবদানের জন্য আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হওয়ার জন্য আবেদনকারীগণ আগামী বছর ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সরাসরি তাদের আবেদন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দিতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতস্বরূপ সিআইপি কার্ড সুবিধা পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে। বর্তমানে ওমান ও দুবাইয়ে টোল ফ্রি টেলিফোন লাইনের মাধ্যমে প্রবাসীকর্মীরা বিনা ফি’তে সহজে তাদের মিশনে বিভিন্নœ প্রয়োজনে টেলিফোন করতে পারছেন। আগামীতে প্রয়োজন অনুযায়ী এ সুবিধা আরো কিছু দেশে সম্প্রসারণ করা হবে।