ঢাকা ২২ নভেম্বর ২০১৬ : ১লা জানুয়ারির জাতীয় পার্টির মহাসমাবেশ জন সমুদ্রে পরিণত হবে এবং আগামী নির্বাচন জাতীয় পার্টির টার্নিং পয়েন্ট হবে। জাতীয় পার্টির দীর্ঘ নয় বৎসরের শাসনামলে সুশাসনে মানুষ ফিরে যেথে আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে এই মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত মতবিনিময় সভায় সাবেকমন্ত্রী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এসব কথা বলেন। সভায় জাতীয় মহিলা পার্টির সভাপতি প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান পন্নি। সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, জাতীয় পার্টির ক্ষমতায় যেতে হলে নারী নেতৃত্বকে সাংগঠনিক ভাবে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে, বাংলাদেশের জনগোষ্ঠির অর্ধেকেরও বেশি নারী, সারা বিশে^ই নারীদের এখন জয়জয়কার। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জাতীয় মহিলা পার্টিকে আরো সুসংগঠিত করতে হবে। এ জন্য প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ প্রদান করেন। এ মূহুর্তে মানুষ পল্লীবন্ধুর স্বর্ণালী শাসনামলে ফিরে যেতে চাই, খেটে খাওয়া মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। এ জন্য সবাইকে সকল ভেদাভেদ ভুলে কঠোর পরিশ্রম করতে হবে। আমি প্রতি সপ্তাহে ২/৩ দিন আমার নির্বাচনী এলাকায় অবস্থান করে তৃণমুল পর্যায়ে মানুষের সুখ, দুঃখের কথা শুনি, তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি। এ ছাড়া আগামী ১লা জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার জন্য প্রত্যেকটি জেলা পর্যায় থেকে মহিলা পার্টির কর্মীদের যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মহিলা পার্টির সহ-সভাপতি মাহমুদা রহমান মুন্নি’র পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সৈয়দা পারভীন তারেক, রিতু নুর, এ্যাড. সাহিদা রহমান রিংকু, সম্পাদক ম-লীর সদস্য আবু সাঈদ স্বপন, এম.এ রাজ্জাক খান, নির্বাহী সদস্য ডাঃ সেলিমা খান, মিনি খান, নাজিম আহমেদ চিশতী, আব্দুস সাত্তার, গালিব, জাহানারা মুকুল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, জহিরুল ইসলাম মিন্টু সহ প্রমূখ নেতৃবৃন্দ।