ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে নতুন একটি ফিচার যোগ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। কোনো দেশের সরকার ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলে নতুন এই ফিচারের মাধ্যমে ওই ব্যবহারকারীকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে।
সম্প্রতি এক বøগ পোস্টে ফেসবুকের প্রধান নিরাপত্তা অফিসার অ্যালেক্স স্ট্যামোস জানান, এখন থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে নতুন ফিচার চালু হলো। এই ফিচারের আওতায় কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে কেনো সরকারি নিরাপত্তা সংস্থা গোপনে হানা দিলে সঙ্গে সঙ্গে তা ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হবে।
স্ট্যামোস জানান, হ্যাকের চেষ্টা হলে ব্যবহারকারীকে এই ম্যাসেজ পাঠানো হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট সরকার নিয়োজিত হ্যাকারদের নজরে এসেছে বলেই আমাদের ধারণা। এক্ষেত্রে লগইন অ্যাপ্রæভাল চালু রাখুন, এতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। অ্যাপ্রæভাল চালু করলে যখনই অন্য কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করা হবে, তখনই আপনার ফোনে একটি সিকিউরিটি কোড পাঠিয়ে দেয়া হবে, এতে আপনি ছাড়া আর কেউ লগইন করতে পারবে না।
স্ট্যামোস আরো জানান, ফেসবুক গ্রাহকদের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে চায়। আর এজন্য লগইন অ্যাপ্রæভাল সিস্টেম আনা। তবে ঠিক কীভাবে সাধারণ হ্যাকিং থেকে সরকারের হ্যাকিংয়ের বিষয়টি আলাদা করা হবে এ ব্যাপারে কিছু জানাননি স্ট্যামোস।